গরিবকে ক্ষুধার্ত রেখে, তার মুখের আহার কেড়ে নিয়ে আপনি আরো মোটাতাজা হতে চান? আমার আওতাধীন এলাকায় এমন কাজ করতে চাইলে দ্বিতীয়বার ভাববেন, প্লিজ। এমনটাই লিখে ফেসবুক ওয়ালে একটি পোষ্ট করেন মানবতার ফেরিওলা সেই র্যাব সদস্য। তার পোষ্টটি ইনিউজ৭১ পাঠোকদের জন্য হুবাহু তুলে ধরা হলো........
আজ সন্ধ্যায় ৩৮৫ কেজি চাল এবং বিপুল পরিমাণ সরকারি চালের খালি বস্তাসহ মৌলভীবাজার সদর উপজেলাধীন গিয়াসনগর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি আমি এবং আমার টিম শ্রীমঙ্গল। গরিবকে ক্ষুধার্ত রেখে, তার মুখের আহার কেড়ে নিয়ে আপনি আরো মোটাতাজা হতে চান? আমার আওতাধীন এলাকায় এমন কাজ করতে চাইলে দ্বিতীয়বার ভাববেন, প্লিজ।
এমন অভিযান আরো হবে, নিশ্চিত করছি। যারা ভেবেছেন, আমি শুধু ত্রাণ কার্যক্রম নিয়েই বিজি, অন্য কোনদিকে নজর নেই, তারা আমার সম্পর্কে নিজের ভুল শুধরে নিন।
বিস্তারিত দেখুন আগামীকালের পত্রিকায়