প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের পাঁচ চিকিৎসকসহ নার্স ও কর্মচারী মিলে ১৪ জন।মঙ্গলবার (২১ এপ্রিল) দিনগত রাতে এতথ্য নিশ্চিত করেন হাসপাতালটির অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ।
তিনি জানান, মঙ্গলবার ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৩৪ জনের শরীরে কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। তাদের মধ্যে মমেক হাসপাতালের পাঁচ চিকিৎসকসহ ১৪ স্বাস্থ্যকর্মী, ময়মনসিংহ নগরের একজন, জেলার মুক্তাগাছার দুই,
ফুলবাড়িয়ার এক, ত্রিশালের এক, হালুয়াঘাটের এক ও ফুলপুর উপজেলার দুইজন এবং জামালপুরে সাত, নেত্রকোনায় চার ও টাঙ্গাইল জেলার একজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।মমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, করোনা আক্রান্ত রোগীরা তথ্য গোপন করায় তাদের চিকিৎসা সেবা দেওয়া ডাক্তার, নার্স ও কর্মচারীরা এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।