প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১৫:২০
করোনাভাইরাসে ইতালিতে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে দেশটিতে মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে।গত কয়েক দিনে রেকর্ডসংখ্যক লোক সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজও এ সংখ্যা অব্যাহত রয়েছে। রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ১২৮ জন। এদিন প্রাণ হারিয়েছে ৪৩৩ জন। এ নিয়ে মোট প্রাণ হারিয়েছে ২৩ হাজার ৬৬০ জন।
এদিন নতুন আক্রান্ত ৩ হাজার ৪৭ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ৬৩৫ জন, যা গতকালের চেয়ে ১০২ জন কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১২৮ জন। চিকিৎসাধীন এক লক্ষ ৮ হাজার ২৫৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৭৮ হাজার ৯২৭ বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।