প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১৫:৩
বিশ্বব্যাপী বিপর্যয় নামিয়ে এনেছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এই ভাইরাসে বিষাক্ত ছোবলে দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৪০ জন।
এ নিয়ে আমেরিকার মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৬৩ হাজার ৮৩৬ জনে।এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৩৯ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৫৫৫ জনে।