প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১৯:১৮
থাইল্যান্ডে ক্রমেই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৫১। অপরদিকে করোনা প্রাণ কেড়েছে ৩৮ জনের।দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ২১৮ জন। অপরদিকে ৬১ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।থাইল্যান্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩৩ জন। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে।