জামালপুরের আরও নতুন করে তিন জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সাত জন করোনা শনাক্ত হলো। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, জামালপুর জেলায় ২৮ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় জানানো হয়েছে দেওয়ানগঞ্জের সুগার মিল সরদার পাড়া এলাকায় ২৫ থেকে ৩০ বছর বয়সী দুইজন মহিলা ও বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক বাবুর্চি'র শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।
করোনা শনাক্ত তিন জনকে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হবে।