প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১৬:১৮
কভিড-১৯ করোনাভাইরাসে নিউই য়র্কে আরও ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন (৬২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ এপ্রিল শুক্রবার ভোর সোয়া ২টায় ব্রঙ্কসের মন্টিফিউর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। হাসপাতাল সূত্র সংবাদটি নিশ্চিত করেছে। তার দেশের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার গ্রামে। তার পুরো পরিবারই যুক্তরাষ্ট্র প্রবাসী।
ইনিউজ ৭১/ জি.হা