প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১৬:৬
করোনাভাইরাসের উৎস চীনে আবারও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪৬ জন রোগী শনাক্ত হয়েছেন, যা আগের দিনের চেয়েও বেশি। গত শুক্রবার ৪২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়ার কথা জানিয়েছিল চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষ।চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্যমতে, নতুন শনাক্ত ৪৬ রোগীর মধ্যে ৪২ জনই বহিরাগত। তবে, গত ২৪ ঘণ্টায় উপসর্গবিহীন রোগীর সংখ্যা কিছুটা কমেছে। শুক্রবার দেশটিতে ৪৭ জন উপসর্গবিহীন রোগী থাকলেও শনিবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৪ জনে।
গত ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে নতুন করে ২২ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। আক্রান্তরা সবাই রাশিয়ারফেরত চীনা নাগরিক।এদিকে, সীমান্তবর্তী এলাকায় সংক্রমণ বাড়লেও করেনার উৎস হুবেই প্রদেশে টানা সাতদিন কোনও নতুন রোগী পাওয়া যায়নি।চীনের মূল ভূ-খণ্ডে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৯৫৩ জন। মারা গেছেন ৩ হাজার ৩৩৯ জন।