জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সোলাইমান কাজী (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তবে আদৌও তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা এখনও নিশ্চিত নন চিকিৎসকরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়। এর আগে বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। মৃত সোলাইমানের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সুনাপুর গ্রামে।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তিনদিন ধরে জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই কৃষক। এসব উপসর্গ নিয়ে বুধবার রাতে তাকে রামেক হাসপাতালে ভর্তি হয়। করোনার উপসর্গ থাকায় ওই কৃষককে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি বলেন, যেহেতু করোনার উপসর্গ তার মধ্যে ছিল সে কারণে লাশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা ল্যাবে তা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।