প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ২২:৪৩
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ দিনে একজন বাংলাদেশি মুক্তিযোদ্ধা চিকিৎসকসহ ৮৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার আরও ৮ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।এর মধ্যে নিউইয়র্কে সাতজন পুরুষ ও মিশিগানে একজন নারী মারা গেছেন। প্রাণঘাতী করোনায় এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ৯৫ বাংলাদেশি প্রাণ হারালেন। তাদের মধ্যে নিউইয়র্কে ৮১ জন, নিউজার্সিতে চারজন, বাকিগুলো বিভিন্ন অঙ্গরাজ্যের।জানা গেছে, নর্থ ব্রঙ্কস সেন্টাল হাসপাতালে সোমবার সকালে মারা যান ব্রঙ্কসের বাসিন্দা চিকিৎসক ও মুক্তিযোদ্ধা (পারিবারিক আপত্তির ফলে নাম প্রকাশ করা গেল না)। ৬৭ বছরের এই চিকিৎসক ছিলেন নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের মহামারি রোগ বিশেষজ্ঞ।
ইনিউজ ৭১/ জি.হা