প্রকাশ: ৯ এপ্রিল ২০২০, ২:৪১
করোনাভাইরাসের বিস্তার রোধে রাজধানীর আদাবরে ১৭ নম্বর রোডের একটি বাড়ি দুইদিন ধরে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। কিন্তু এই বাড়িটি ঘিরে অযাচিত ভিড় করতে শুরু করেছেন উৎসুক মানুষরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওই বাড়িটির আশেপাশে এ দৃশ্য দেখা যায়। যারা এসেছেন তাদের অধিকাংশই করোনাভাইরাসের কারণে আপাতত কর্মহীন। এছাড়া কারও কারও বাসায় প্রচণ্ড রোডে অবস্থান করা কষ্টসাধ্য বলে তারা বের হয়ে পথে পথে হাঁটছেন। এছাড়া অতি উৎসুক অনেকেই আসেন ওই বাড়িটির আশেপাশে। বৃহস্পতিবার সকালে কথা হয় এক বাবার সঙ্গে। তিনি তার এক বছর বয়সী ছেলেকে নিয়ে ওই বাড়িটি দেখতে এসেছিলেন।