লালপুরে জ্বর, শ্বাসকষ্টে যুবকের মৃত্যু, ৩ বাড়ি লকডাউন!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা এপ্রিল ২০২০ ১০:৪৫ পূর্বাহ্ন
লালপুরে জ্বর, শ্বাসকষ্টে যুবকের মৃত্যু, ৩ বাড়ি লকডাউন!

জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে নাটোরের লালপুরে নবীনগর এলাকার এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় নিরাপত্তার স্বার্থে নিহত ছাত্রের বাড়িসহ আশেপাশের ৩টি বাড়ি ১৪ দিনের জন্য লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১এপ্রিল)দুপুরে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে স্থানীয় নবীনগর গোরস্থানে মৃত যুবকের দাফনের পরে তার বাড়ির আশেপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি লকডাউনের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত ঐ ছাত্রের বাড়িসহ আশপাশের বাড়ির মানুষগুলোর নিরাপত্তার স্বার্থে এ ঘোষণা দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, ‘গতকাল মঙ্গলবার বিকালে শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত ঐ ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়।’

ইনিউজ৭১/জিয়া