
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ৩:৪৪

ফেনীর সোনাগাজীতে এক প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার আপন চাচাশ্বশুর শফি উল্যাহর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, এ ঘটনায় শুক্রবার (২২ নভেম্বর) বিকালে গৃহবধূ নিজে বাদী হয়ে মো. শফি উল্যাহকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
অভিযুক্ত শফি উল্যাহ উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি এলাকার বাসিন্দা। মামলার এজাহারে উল্লেখ্য করা হয় গত ১৮ জুন বিকেলে নিজ ঘরে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। কিন্তু ঘটনাটি গত কয়েকদিন আগে জানাজনি হয়। ঘটনা জানাজানির পর থেকে অভিযুক্ত শফি উল্যাহ পলাতক রয়েছেন। গৃহবধূর পরিবার জানায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূ ও অভিযুক্ত শফি উল্যাহ একই বাড়ির বাসিন্দা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব