
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ২:১৯

ইলিয়াস কাঞ্চন। রাজপথের এক সংগ্রামী মানুষ। ২৫ বছর আগে সড়কে স্ত্রীকে হারিয়ে হৃদয়ে রক্তক্ষরণ বয়ে বেড়াচ্ছেন আজও। সেই ক্ষরণ থেকেই সড়ক নিরাপদ করতে নিরবচ্ছিন্ন ছুটে চলছেন তিনি। ২৫ বছর একাই করে গেছেন সংগ্রাম। নিরাপদ সড়কের দাবিতে পর্দার নায়ক রূপান্তরিত হয়েছেন বাস্তবের নায়কে।
চিত্রনায়ক রুবেল বলেন, ‘নিরাপদ সড়কের দাবি নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে দেশের মানুষ রয়েছেন। তাকে নিয়ে যেসব মানুষ বাজে পোস্টার ছাপিয়েছে তারা নোংরা মনের পরিচয় দিয়েছেন। আমি এই ঘটনার প্রতিবাদের পাশাপাশি তাদের বিচারের আওতায় আনার দাবি জানায়।’

চিত্রনায়ক সাইমন বলেন, ‘সারা দেশের মানুষ সবাই নিরাপদ সড়ক চাই। এটার বিরোধিতা করার কোনো কারণ নেই।’
আরও অনেক তারকা ও সাধারণ মানুষ ইলিয়াস কাঞ্চনের সমর্থনে পোস্ট দিয়ে জানিয়েছেন তারা ইলিয়াস কাঞ্চনের এই আন্দোলনের সঙ্গে পাশে থাকবেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব