
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২:৪৭

চিঠিতে 'আল্লাহর পথে চলিলাম' লিখে সাতক্ষীরা শহরের এক মেধাবী কিশোর বাড়ি ছেড়েছে। ওই কিশোরের পরিবারের সদস্যদের ধারণা কোনো জঙ্গিগোষ্ঠির সাথে সম্পৃক্ত হয়ে এই কাজ করেছে সবসময় ক্লাসে প্রথম হওয়া মোহায়মিনুল। জানা যায়, মোহায়মিনুল ইসলাম নামের ওই কিশোর সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সাতক্ষীরা সদর থানার কনস্টেবল মোস্তাফিজুর রহমানের সন্তান সে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পড়ার টেবিলে পরিবারের উদ্দেশে একটি চিঠি রেখে এশার নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
চিঠিতে সে লেখে, "আমি গৃহপলায়ন করি নাই। গৃহত্যাগ করিলাম। সত্যের সন্ধানে যাচ্ছি। আমাকে খোঁজাখুঁজি করে লাভ নেই। সত্যের মধ্যে সত্য আছে। কাজের ভেতরে কাজ আছে। দীর্ঘকালে আমাকে কেহ চিনে নাই, জানে নাই আমার কাজকে। আজ হয়তো প্রভুর অনুমতিক্রমে আমার সময় শেষ। তাই আল্লাহর পথে চলিলাম। ইহা স্বাভাবিক। অন্তত: মুসলিমের পক্ষে। আমি সত্য লইয়াই আঁধার রাতে বাহির হইয়াছি।"

উল্লেখ্য, সাতক্ষীরায় জঙ্গিপ্রবণতা নতুন নয়। দেশের প্রায় প্রত্যেকটি জঙ্গিবাদী ঘটনার সাথে সাতক্ষীরার ছাত্র-যুবকদের সম্পৃক্ততা ছিল। এই কারণে মোহায়মিনুলকে যদি খুঁজে বের করা না যায় তাহলে তারও জঙ্গিবাদে জড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব