চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে চার গুণ

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - চট্টগ্রাম
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৭শে জানুয়ারী ২০২২ ০৭:২২ অপরাহ্ন
চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে চার গুণ

চট্টগ্রামে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করার সঙ্গে সঙ্গে এর প্রভাব পড়ছে হাসপাতালগুলোতে। চলতি মাসের প্রথম সপ্তাহের তুলনায় করোনা আক্রান্ত রোগী ভর্তি বেড়েছে অন্তত চার গুণ।


চট্টগ্রামের বেসরকারি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। রোগী আর স্বজনদের চাপ করোনা ওয়ার্ডের ভেতরে বাইরে। হাসপাতালের তথ্য বলছে, জানুয়ারীর প্রথম সপ্তাহে এই ওয়ার্ডের ৮৫ শয্যায় যেখানে রোগী ছিলো ১২ জন, সেখানে চলতি সপ্তাহে এই সংখ্যা ৫ গুন বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে।


করোনা রোগীর এমন সংখ্যা বেড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও। দুই সপ্তাহের ব্যবধানে এখানে রোগী বেড়ে গেছে ৪ থেকে ৫ গুন। রোগী বাড়ার এমন চিত্র চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট প্রধান ডা. মো. সাজ্জাদ হোসাইন চৌধুরী জানান, আগের তুলনায় এখন রোগী চার থেকে পাঁচগুণ বেড়েছে। এবার বেশির ভাগ রোগী ১০৩ থেকে ১০৪ ডিগ্রী জ্বর নিয়ে আসছে।


এখনো করোনা ইউনিটে বেশিরভাগ শয্যা খালি থাকলেও সামনে চাপ সামলাতে সরকারি বেসরকারি সব হাসপাতালে বিশেষ নির্দেশনা দেয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী। 


হাসপাতালে ভর্তি বাড়লেও জটিল রোগীর সংখ্যা এখনো তুলনামূলক কম বলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।