গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনার মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫১ জনে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন অ্যান্টিজেনসহ ২০ হাজার ৯০৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৯১ জন। দৈনিক সংক্রমণের হার এক দশমিক ৩৯।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪। এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৫ লাখ ৪৬ হাজার ৭১ জন। দেশে মোট শনাক্তের গড় ১৩.৯৯। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৪ জন। প্রতি ১০০ জন আক্রান্তের বিপরীতে সুস্থতার হার ৯৭.৭৫।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে এবং তিনি সিলেট বিভাগের বাসিন্দা।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।