প্রকাশ: ৭ আগস্ট ২০২১, ২৩:৩৯
করোনা ভাইরাসের বিস্তার রোধে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ছয় ইউনিয়নের ছয়টি কেন্দ্রে গণটিকা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এদিন মোট ৩ হাজার ৬শ' জনকে টিকা প্রদান করা হবে। রোববার আরো চার ইউনিয়নের ৪টি কেন্দ্রে ২ হাজার ৪ শ' জনকে টিকা দেয়া হবে।
শনিবার সকালে বাগভান্ডার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম। এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।
টিকা প্রদান কেন্দ্রগুলো হলো- পাথরডুবি ইউনিয়ন পরিষদ, ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়, তিলাই ইউনিয়ন পরিষদ, বাগভান্ডার উচ্চ বিদ্যালয়, পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ।
তিলাই ইউনিয়ন পরিষদ কেন্দ্রে টিকা নেয়া আলফাজ উদ্দিন ও জালাল উদ্দিন জানান, বিনা পয়সায় টিকা নিলাম। ইউনিয়ন পরিষদে টিকা দেয়ায় হাসপাতালে যেতে হচ্ছেনা।
বাগভান্ডার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রিয়াজুল হক জানান, টিকা নিতে আসা লোকজন লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল ভাবে টিকা নিচ্ছেন। আশা করা যায় কেন্দ্রের ৬শ' টিকা গ্রহনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে টিকা প্রদান করা সম্ভব হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শনিবার উপজেলার ছয় ইউনিয়নের ছয় কেন্দ্রে ৩ হাজার ৬শ' জনকে টিকা দেয়া হবে। রোববার অন্য চার ইউনিয়নের ৪টি কেন্দ্রে ২ হাজার ৪শ' জনকে টিকা দেয়া হবে। সকালে উপস্থিতি কম থাকলেও দুপুরে উপস্থিতি বেড়েছে। টিকা গ্রহণে জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা জানান, সারা দেশের ন্যায় ভূরুঙ্গামারীতেও টিকা প্রদান কর্মসূচি পালিত হচ্ছে। কেন্দ্রগুলো পরিদর্শন করা হয়েছে। সুষ্ঠু ভাবে টিকা প্রদান কার্যক্রম চলছে।