নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জনে। বুধবার পর্যন্ত মৃত্যর সংখ্যা ছিল ৭৭ জন। বৃহস্পতিবার (১জুলাই) বিকেলে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মঞ্জুর-এ মোর্শেদ বলেন, বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে ১১০জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ২০৫ জনের র্যাপিড এন্টিজেন টেস্টে ৪৪জন এবং পিসিআর ল্যাবে ১০৩ টেস্টের মধ্যে ৬৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৭
শতাংশ। বুধবার পর্যন্ত শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৭ শতাংশ। একই সময়ের মধ্যে জেলায় একদিনে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলো- জেলার পত্নীতলা উপজেলার দুইজন, বদলগাছীতে একজন, রানীনগরে একজন ও আত্রাইয়ের একজন।
২৪ঘন্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৯ জন, রানীনগর উপজেলায় ১০ জন, আত্রাই উপজেলায় ৭ জন, মহাদেবপুর উপজেলায় ৯ জন, মান্দা উপজেলায় ৩ জন, বদলগাছি উপজেলায় ৪ জন, পতœীতল্ াউপজেলায় ১৭ জন, ধামইরহাট উপজেলায় ৫ জন, নিয়ামতপুর উপজেলায় ১ জন এবং সাপাহার উপজেলায় ৫ জন। এ নিয়ে জেলা মোট আক্রান্ত ব্যক্তির
সংখ্যা হলো ৪ হাজার ৬শ জন। এই সময় মোট ৩০৮ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ২০২ জনের এ্যান্টিজেন পরীক্ষা করে ৪১ ব্যক্তির এবং রাজশাহী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৭১ শতাংশ।
এ সময় সুস্থ্য হয়েছেন ৭৫ জন এবং সর্বমোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা ৩২৪০ জন। সুস্থ্য হওয়ার পর বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রয়েছেন ১৩৬০ জন। তাঁদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন ৪০ জন এবং অন্যরা
নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করছেন। এই ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৩০৬ এবং ছাড়পত্র রেদয়া হয়েছে ২৪১ জনকে। বর্তমানে প্রাতিষ্ঠানিক ৪৭ জনসহ মোট কোয়ারেনটাইনে রয়েছেন ৩ হাজার ৮শ ৭৮ জন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।