ক্রমেই বাড়ছে বরিশালে করোনা আক্রান্তের হার। শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) এর পিসিআর ল্যাব থেকে পাওয়া তথ্যমতে গত তিন দিনে বরিশালে করোনা শনাক্তের হার যথাক্রমে ২১.৬২, ৩১.১৮ ও ৩৮.৮২ শতাংশ। স্বাস্থ্য পালন না করায় সংক্রমনের হার বাড়ছে বলে অভিমত চিকিৎসকদের।
যদিও জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচার প্রচারণা ও ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। জনগণ সচেতন না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ার আশংকা করছেন স্থানীয় চিকিৎসক ও সচেতন মহল।
বরিশাল শেবামেক এ আরটি পিসিআর ল্যাবে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে গত মঙ্গলবার (৬এপ্রিল)। এদিন ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা মোট পরীক্ষার ৩৮.৮২ শতাংশ। গত বছরের ৮ মে মেডিক্যাল কলেজের আরটি সিপিআর ল্যাব চালু হওয়ার পর এটাই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
সোমবার (৫ এপ্রিল) ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩১.১৮ এবং এর আগের দিন রবিবার শনাক্তের হার ছিল ২১.৬২ শতাংশ।
শেবামেক আরটি পিসিআর ল্যাবের ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. একেএম আকবর কবির জানান, মানুষজন স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানায় সংক্রামণের হার বাড়ছে। সবাই নিজে থেকে উপলব্ধি না করলে সংক্রমণ ঠেকানো যাবে না। আগামীতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।