কালু হাওলাদারকে (৩৮) বয়স হলেও খুন, ডাকাতি, চুরি, অস্ত্র, চোরাচালানসহ তিনি ৩২ মামলার আসামি। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদারীপুর জেলার সদর থানার সূর্যমনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
কালু হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঘটকচর (উত্তর কাওয়াকুড়ি) গ্রামের মৃত ফজলু হাওলাদারের ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. মফিজুল ইসলাম বলেন, পুলিশ সুপার মোছা. শামীমা পারভীনের নির্দেশনায় সঙ্গীয় ফোর্স সহ মাদারীপুর জেলার কালকিনি ও সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর জেলা সদরের সূর্যমনি এলাকা থেকে ডাকাত সরদার কালু হাওলাদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২২টি ডাকাতিসহ মোট ৩২টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, গত ২০২৪ সালের ২৫ নভেম্বর রাতে জঙ্গল গ্রামের বিদ্যুৎ ঘোষ ও বিপুল ঘোষের বাড়িতে রাত দেড় টার দিকে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ১৫-২০ জনের একদল মুখোশধারী ডাকাত দল প্রবেশ করে। তারা বিদ্যুৎ ঘোষের বিল্ডিংয়ের জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে। বিদ্যুৎ ঘোষকে মারধর করে চোখ-মুখ বেঁধে রাখে। তার ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, ৫ ভরি ওজনের স্বর্ণের চেইন, আংটি, কানের দুল, হাড় ও বিপুল ঘোষের ছেলেকে জিম্মি করে ঘরে ঢুকে নগদ আড়াই লাখ টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়।
এ ঘটনায় গত বছরের ২৬ নভেম্বর মামলা করা হয়। ওই মামলার তদন্ত করে আসামি কালুর সম্পৃক্ততা পাওয়া যায়। তাকে আজ সোমবার দুপুরে রাজবাড়ী জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।