সরাইলে অবৈধ মাটি কাটার অভিযোগে ভেকু-ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ২১শে জানুয়ারী ২০২৫ ০৭:৫৪ অপরাহ্ন
সরাইলে অবৈধ মাটি কাটার অভিযোগে ভেকু-ট্রাক জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এর নেতৃত্বে উপজেলার কালিকচ্ছ আকাশী বিলে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের পাশে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু ও ট্রাক জব্দ করা হয়।


এ বিষয়ে সরাইল থানা পুলিশ এবং স্থানীয় প্রশাসন অভিযানে অংশগ্রহণ করে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় মাটি কাটার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি দুটি জব্দ করা হয় এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের কার্যক্রম বন্ধ করতে অব্যাহত অভিযান চালানো হবে।


এ বিষয়ে ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, “ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেলে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে। রাতের বেলায় মাটি কাটা অবৈধ কার্যক্রমের কারণে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভেকু ও ট্রাক জব্দ করা হয়েছে।” তিনি আরও বলেন, “অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং যারা এ ধরনের কার্যক্রম চালাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান বলেন, "এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শুধু কৃষি জমির ক্ষতি হচ্ছে না, বরং পরিবেশও বিপর্যস্ত হচ্ছে। তাই পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসন একযোগে এ ধরনের কাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।"