প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৭:৫৮
ঢাকার একটি জনপ্রিয় ফাস্ট ফুড রেস্টুরেন্টে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। এক গ্রাহক খাবারের অর্ডার দিতে গিয়ে মেনু ওপেন করতেই দেখেন সেখানে নিজের ফেসবুক প্রোফাইল ছবি ও পোস্টগুলো প্রদর্শিত হচ্ছে!
ঘটনাটি ঘটে গতকাল ধানমন্ডির একটি রেস্টুরেন্টে। গ্রাহক রিয়াদ হাসান জানান, তিনি যখন স্মার্ট মেনু সিস্টেমে বার্গার সিলেক্ট করতে গিয়েছিলেন, তখন হঠাৎ মেনু পেজের বদলে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল চলে আসে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাটি নিশ্চিত করে জানায়, তাদের ডিজিটাল মেনু সিস্টেমে টেকনিক্যাল গ্লিচ হওয়ায় এমনটি ঘটেছে। তারা ক্ষমা চেয়ে গ্রাহককে ফ্রি মিল দেওয়ার প্রস্তাব দেয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। রিয়াদ তার ফেসবুক স্ট্যাটাসে মজা করে লিখেন, "রেস্টুরেন্ট এখন আমার মুড বুঝে অর্ডার সাজেস্ট করবে নাকি?"
নেটিজেনরা এই ঘটনাকে নিয়ে তৈরি করেছেন নানা মিম। কেউ লিখেছেন, "এবার থেকে প্রোফাইল পিকচার হটডগ দিয়ে বদলাব", কেউবা মন্তব্য করেছেন, "লাইক-কমেন্টের বিনিময়ে ফ্রি ফ্রেঞ্চ ফ্রাই!"
রেস্টুরেন্ট মালিক জানান, তারা তাদের ডিজিটাল সিস্টেম আপডেট করছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা সাধারণত ওয়েব ব্রাউজার ক্যাশ বা সেশন মিক্স-আপের কারণে হয়ে থাকে।
স্থানীয় গ্রাহকরা এখন রেস্টুরেন্টে গিয়ে মজা করে জিজ্ঞাসা করছেন, "আপনাদের মেনুতে আজ কার প্রোফাইল দেখাবে?" রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আশা করছে, এই ঘটনা তাদের ব্র্যান্ডকে বরং আরও জনপ্রিয় করে তুলবে।