প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেল পাঁচটায় পৌর বিএনপির আয়োজনে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুয়াকাটা চৌরাস্তায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে শ্লোগান দিতে দিতে রাস্তায় নেমে আসেন। পুরো শহর উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লি। তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। দলের আদর্শই গণতন্ত্র ও মুক্ত চিন্তার প্রতীক।
সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার পর দেশে গণতন্ত্রের বিকাশ ঘটিয়েছিলেন। তাঁর আদর্শ আজও বিএনপিকে শক্তি জোগাচ্ছে।
সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি জনগণের একমাত্র ভরসা। দমন-নিপীড়নের মধ্যেও এই দলই মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে।
বক্তারা আরও বলেন, বিএনপির ৪৭ বছরের দীর্ঘ পথচলা সংগ্রাম, ত্যাগ আর আত্মত্যাগের ইতিহাসে ভরপুর। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ আন্দোলন আরও শক্তিশালী হবে।
সভায় উপস্থিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হওয়ার শপথ নেন। অনুষ্ঠান শেষে শহর জুড়ে দলীয় শ্লোগানে মুখরিত হয়ে ওঠে কুয়াকাটা।