প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৫
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
পৌর পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
র্যালি শেষে পাঁচমাথায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম। তিনি বলেন, বিএনপির আদর্শই জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানা প্রধান। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দল গড়ে দিয়েছিলেন, তা আজও দেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বর্তমান রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি পেতে বিএনপির নেতৃত্বের বিকল্প নেই।
পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল বলেন, দমন-পীড়ন সত্ত্বেও বিএনপির আন্দোলন থেমে নেই। জনগণই বিএনপির শক্তি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী বলেন, তৃণমূল থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আহসান হাবিব, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু, পৌর জিয়া পরিষদের সভাপতি আওরঙ্গজেব আমিন, যুব নেতা নয়ন প্রধান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান মন্ডল, কৃষক দলের আহ্বায়ক রাহিদ হোসেন ও মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন।
এছাড়া ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতা কর্মী আলোচনা সভায় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি নতুন আন্দোলনের শপথ গ্রহণের দিন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী। তারা পতাকা ও ব্যানার হাতে শ্লোগানে শ্লোগানে পাঁচবিবির রাজপথ মুখরিত করে তোলেন।বক্তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করার আহ্বান জানান।