প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৩
কোনো ট্যাগ পাওয়া যায়নি
কুমিল্লার দেবীদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ভিরাল্লা বাস স্টেশন এলাকায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় সংকট সমাধানে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। তিনি বলেন, জাতীয় নির্বাচনে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে। গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো নির্বাচন, আর জনগণকেই এ প্রক্রিয়ার শক্তি হিসেবে কাজে লাগাতে হবে।
তারেক মুন্সি আরো বলেন, দলের নাম ভাঙিয়ে যারা দখল ও চাঁদাবাজির রাজনীতি করেছেন, তাদের অনেকে বহিষ্কৃত হয়েছেন। বিএনপির মধ্যে গডফাদার সংস্কৃতি প্রবর্তনের চেষ্টা করা হলে তাদের চিহ্নিত করে দল ও আইনের মুখোমুখি করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের দুর্বৃত্তায়ন প্রতিহত করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মাহফুজ, সদস্য সচিব আলীম পাঠান, উপজেলা যুবদলের সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনির নিজামী, সদস্য সচিব দেলোয়ার হোসেন, পৌর যুবদলের সভাপতি শাহজামান, সদস্য সচিব মফিজুল ইসলাম এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এছাড়া দেবীদ্বারের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান সরকার লিটনের নেতৃত্বে পৃথক পৃথক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাগুলোতে ব্যান্ড পার্টির সুরে নেচে গেয়ে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। পতাকা, ব্যানার ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে দেবীদ্বারের প্রধান সড়কগুলো।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।