সবুজ ঘাসে লাল সবুজের পতাকা

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৬ই ডিসেম্বর ২০২১ ০৬:০৫ অপরাহ্ন
সবুজ ঘাসে লাল সবুজের পতাকা

বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের এক কৃষক সবুজের ঘাসে ফুটিয়ে তুলেছে দেশের মানচিত্র, স্মৃতিসৌধ ও লাল সবুজের পতাকা । যা দেখতে ভীড় করছেন দর্শনার্থীরা। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, কৃষক রোমান আলী শাহকে পুরস্কৃত করা হবে।


কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের কৃষক রোমান আলী শাহ্। এক একর চৌদ্দ শতাংশের নিজ কৃষি জমিতে গড়ে তুলেছেন কৃষি ক্লাব নামে একটি খামার। এর মধ্যে ছয় শতক জমিতে ঘাস দিয়ে ফুটিয়ে তুলেছেন স্মৃতিসৌধ, মানচিত্র ও পতাকা ।


দেশের প্রতি ভালোবাসার কারণে একা পরিশ্রম করে করেছেন এ কাজ, দেশের নতুন প্রজন্ম যেন স্বাধীনতা সম্পর্কে জানতে পারে এ জন্য এমন উদ্যোগ। এসব ঘাসের মাঠে ফুটিয়ে তোলা এসব দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। 


জেলা কৃষি কর্মকর্তা বলছেন, কৃষক রোমান আলী শাহ্কে পুরস্কৃত করা হবে।


কৃষক রোমান আলী শাহ গত বছরের একুশে ফ্রেব্রুয়ারিতে সবজি দিয়ে শহীদ মিনার তৈরি করেছিলেন।