প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১০:৫৯
নোয়াখালীর কবিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ-মাহফিলের আয়োজন করায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন এক যুবলীগ নেতা এবং স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিন।
শুক্রবার বিকেলে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাত বাড়িয়া এলাকায় মরহুম ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি বাস্তবায়ন করে।
স্থানীয় সূত্র জানায়, মিলাদ-মাহফিল পরিচালনা করেন পার্শ্ববর্তী সাত বাড়িয়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন। মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
মাহফিল শেষে অংশগ্রহণকারীরা অনুষ্ঠানটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। ভিডিওটি নজরে আসার পর প্রশাসন দ্রুত তৎপর হয়।
পরবর্তীতে শুক্রবার রাত ৮টার দিকে পুলিশ সাত বাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে অভিযান চালিয়ে ইমাম, মুয়াজ্জিন ও যুবলীগ নেতা সুমনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক অভিযানের খবরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। রাতেই চাপরাশিরহাট বাজার এলাকায় যুবদল ও জামায়াতের যুব বিভাগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে পুলিশের এ পদক্ষেপের প্রতিবাদ জানায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, জামায়াতের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনই দেওয়া সম্ভব নয় বলে তিনি জানান।
ওসি আরও বলেন, তিনি থানার বাইরে থাকায় সব তথ্য তার কাছে নেই। পরে বিস্তারিত জানানো হবে। পুলিশের এ অভিযানে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।