দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ,অনলাইন হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১ থেকে ১২টা পর্যন্ত সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কলেজ ছাত্রদলের সভাপতি মোতাহার হোসেন সুমনের সভাপতিত্বে ও সহসভাপতি কাওসার খানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সাধারণ সম্পাদক সবুজ সরদার, পৌর ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহমদ আলী শিপন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রিফাত, ছাত্রনেতা লিমন হোসেন, মোঃ মমিন সহ অন্যান্য ছাত্র-ছাত্রী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নারী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে নারী সমাজকে সুরক্ষা দানের আহবান জানান এবং দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য সম্পাদনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।