মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকায় অবস্থিত এম এস বি ইসলামিক সেন্টারের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ ২০২৫ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় এমএসবি সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ওও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)।
এম এসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যমুসলিমবাগ বাইতুল ফালাহ জামে মসজিদ কমিটির সভাপতি শামছুল ইসলাম (শামছু), মুসলিমবাগ নূরে মদিনা বালিকা মাদরাসার শিক্ষক মাওলানা নোমান আহমদ, তানজীম হাসান চৌধুরী, এমএসবি ইসলামিক সেন্টারের শিক্ষক মাওলানা শাহ আলম।
অনুষ্ঠানে অভিভাবক, এমএসবি ইসলামিক সেন্টারের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নূরানী ও হিফজ বিভাগের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।