উল্টোপথে যান চলাচল রোধে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: রবিবার ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ন
উল্টোপথে যান চলাচল রোধে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি

ঢাকা মহানগরীতে যানজট ও দুর্ঘটনা রোধে উল্টোপথে যান চলাচল এবং অননুমোদিত সড়কে রিকশা প্রবেশ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়, রিকশা, ব্যাটারিচালিত রিকশা, মোটরসাইকেল ও অটোরিকশা উল্টোপথে চলাচল করলে এবং যাত্রীরা চালকদের এমন কাজ করতে উৎসাহিত করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।  


গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগরীতে অনেক সময় রিকশার যাত্রীরাই চালকদের উল্টোপথে যেতে বাধ্য করেন। একইভাবে প্রধান সড়ক, যেখানে রিকশা চলাচলের অনুমোদন নেই, সেখানেও যাত্রীরা চালকদের প্রবেশ করাতে উৎসাহিত করেন। এসব কারণে যানজটের পাশাপাশি সড়ক দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। ট্রাফিক পুলিশের আইনি কার্যক্রমেও বাধা সৃষ্টি হয়, যা ফৌজদারি অপরাধের শামিল।  


এছাড়া অনেক মোটরসাইকেল ও সিএনজি চালকও উল্টোপথে চলাচল করেন, যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। ট্রাফিক পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিতে গেলে চালক ও যাত্রীরা প্রায়ই বাধা দেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয় এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।  


সরকারি যানবাহনসহ বিভিন্ন পেশাজীবীদের ব্যবহৃত গাড়িগুলোকেও উল্টোপথে চলতে দেখা যায়। অনেকে রাস্তার পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং করে যানজটের সৃষ্টি করেন। সম্প্রতি এমন ঘটনায় কয়েকজন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।  


ডিএমপি বলছে, আইনশৃঙ্খলা রক্ষায় উল্টোপথে যান চলাচল রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক পুলিশের কাজে বাধা দিলে সংশ্লিষ্ট যাত্রী বা চালকের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  


গণবিজ্ঞপ্তিতে নগরবাসীকে সতর্ক করে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত যানবাহনে চলাচল থেকে বিরত থাকতে হবে। এছাড়া ট্রাফিক পুলিশ ও সহায়তাকারী গ্রুপের সঙ্গে অযাচিত বাকবিতণ্ডায় জড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।  


ডিএমপি সকল যানবাহন চালক ও যাত্রীদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।