ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬টি বাস আটক

নিজস্ব প্রতিবেদক
রবিউল আলম-ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
প্রকাশিত: বুধবার ১৫ই জানুয়ারী ২০২৫ ০৮:৩৫ অপরাহ্ন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬টি বাস আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস আটক করেছেন। বুধবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে শিক্ষার্থীরা বাস আটকে রাখেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ৬টি বাস আটক করা হয়েছে এবং বাসগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রাখা হয়েছে।


মারধরের শিকার শিক্ষার্থী আসিফ মাহমুদ, যিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। ঘটনার বিবরণে আসিফ জানান, তিনি তাঁর স্ত্রীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য নিয়ে ঝিনাইদহ থেকে যশোরগামী বাসে যাচ্ছিলেন। অতিরিক্ত গতিতে বাস চালানোর বিষয়ে চালককে সতর্ক করলে চালক তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে গায়ে হাত তোলে। পরে কালীগঞ্জ স্টেশনে নামিয়ে স্থানীয় কয়েকজন একত্র হয়ে তাঁকে শারীরিকভাবে আক্রমণ করে।


ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বলেন, “এক সপ্তাহ পরপর এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান হওয়া উচিত।” শিক্ষার্থীরা আরও জানান, অভিযুক্ত চালক ও অন্যান্যদের সরাসরি হাজির করে সমাধান না করা পর্যন্ত আটক বাসগুলো ছেড়ে দেওয়া হবে না।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জানান, ঘটনার বিষয়ে বাস মালিকদের অবহিত করা হয়েছে। মালিকদের দ্রুত এসে সমস্যার সমাধান করার জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, “যাত্রীরা এই পরিস্থিতিতে ভোগান্তিতে পড়ছেন, তবে যত দ্রুত বাস মালিকরা এসে সমস্যার সমাধান করবেন তত ভালো হবে।”