হিজলায় সাদপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪ ০৫:৫৫ অপরাহ্ন
হিজলায় সাদপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিশ্ব ইজতেমার মাঠে নিরীহ মুসল্লিদের উপর সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে বরিশালের হিজলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় হিজলা উপজেলার স্বাধীনতা স্মরণী প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়।  


সমাবেশে বক্তারা টঙ্গীর ইজতেমার মাঠে ১৭ ডিসেম্বর রাতে সংঘটিত হামলার নিন্দা জানান। তারা বলেন, সাদপন্থী উগ্রবাদীরা গভীর রাতে ঘুমন্ত তাবলীগ সাথীদের উপর হামলা চালিয়ে ৭ জনকে হত্যা করেছে। আহত অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  


বক্তারা আরও বলেন, শান্তিপ্রিয় বাংলাদেশের মাটিতে তাবলীগের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। তারা দাবি করেন, ভবিষ্যতে তাবলীগের নামে কোনো মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ করতে হবে। দেশের শীর্ষ আলেম ও তাওহিদী জনতাকে এ বিষয়ে সতর্ক থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।  


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা সালাহউদ্দিন খান, মাওলানা আঃ রহিম, মাওলানা আঃ মতিন, মাওলানা বেলাল হোসাইন, মুফতি হাবিবুল্লাহ, মুফতি আ রশীদ আহমেদ ও হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।  


সমাবেশ শেষে মাওলানা সালাহউদ্দিন খানের নেতৃত্বে একটি স্মারকলিপি হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের কাছে প্রদান করা হয়।  


এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, মুসলিম উম্মাহর ঐক্য বজায় রাখতে এবং তাবলীগের সঠিক শিক্ষা প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে।