'হাউস অব মান্নান চেরিটেবল ট্রাস্ট' এর কার্যক্রমে সিরাজগঞ্জে আশার আলো

নিজস্ব প্রতিবেদক
মোঃ শামছুল হক - সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ১৭ই ডিসেম্বর ২০২৪ ০৯:২৫ অপরাহ্ন
'হাউস অব মান্নান চেরিটেবল ট্রাস্ট' এর কার্যক্রমে সিরাজগঞ্জে আশার আলো

সিরাজগঞ্জে "হাউস অব মান্নান চেরিটেবল ট্রাস্ট" এর উদ্যোগে সম্প্রতি অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে চলমান এই সহায়তা কার্যক্রমে হতদরিদ্র, পঙ্গু, গৃহহীন, এতিম, বিধবা, বাস্তুহারা এবং বিপদগ্রস্ত মানুষদের মাঝে বিতরণ করা হয় নগদ অর্থ, খাদ্য সামগ্রী এবং শীতবস্ত্র।


এছাড়াও, সংস্থাটি গত কয়েক বছরে দেশের বিভিন্ন অঞ্চলে "প্রচেষ্টা সবার জন্য" নামে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে, যার মাধ্যমে অর্থ বরাদ্দ দিয়ে অসহায়দের সহায়তা করা হচ্ছে। সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় "হাউস অব মান্নান চেরিটেবল ট্রাস্ট" এর কার্যক্রম প্রসারিত হচ্ছে, এবং এলাকার মানুষের মাঝে এর সুনাম ছড়িয়ে পড়েছে।


নই পাড়া গ্রামের ডাঃ রাজু আহমেদ রুবেলও এই মানবিক কার্যক্রমে সহযোগিতা করছেন এবং বিভিন্ন দুঃস্থ মানুষদের সহায়তা দানে অগ্রণী ভূমিকা পালন করছেন। সরকারিভাবে যারা অর্থ বরাদ্দ পাওয়ার কথা, কিন্তু তা পাচ্ছে না, তাদের মাঝে এই সংস্থা সহায়তা প্রদান করছে। এর মাধ্যমে অনেক অসহায় ও বিপদগ্রস্ত মানুষের জীবনমানের উন্নতি হচ্ছে।


সম্প্রতি সলঙ্গার নই পাড়া গ্রামে কয়েকটি অসহায় পরিবারের মাঝে নলকূপ স্থাপন করা হয়, যা স্থানীয় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া, আমশড়া গ্রামে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং শীত বস্ত্র বিতরণ করা হয়। একইভাবে, আগরপুরে দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী সেরাজুল ইসলাম রাঙ্গাকে হুইল চেয়ার এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।