ছয় দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: সোমবার ১৯শে জুলাই ২০২১ ১২:৫৯ অপরাহ্ন
ছয় দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে টানা ছয় দিন ছুটির ফাঁদে দিনাজপুরের হিলি স্থলবন্দর। এসময় আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ। 





আজ ১৯ (জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।  





তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আজ ১৯ জুলাই সোমবার থেকে ২৪ জুলাই শনিবার পর্যন্ত মোট ছয় দিন বন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। 





আগামী ২৫ জুলাই রবিবার থেকে বন্দরে আমদানি রফতানির সকল কার্যক্রম পুনরায় চালু হবে।  বিষয়টি ভারতের এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানিয়েছে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রপ।




হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন,  ঈদুল আজহা উপলক্ষে আজ ১৯ জুলাই সোমবার ও ২৪ জুলাই শনিবার বন্দরের অভ্যান্তরিন কার্যক্রম চালু থাকবে। 




তিনি আরো জানান, এই সময়ে বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যগুলো খালাস করে নিতে পারবেন সিঅ্যান্ডএফ এজেন্টরা।