হাকিমপুরের আলিহাট ইউনিয়নে ৬৬৯ জন উপকারভোগী পেলো ভিডাব্লিউবির চাল

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ২৭শে নভেম্বর ২০২৪ ০৫:১৬ অপরাহ্ন
হাকিমপুরের আলিহাট ইউনিয়নে ৬৬৯ জন উপকারভোগী পেলো ভিডাব্লিউবির চাল

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩ নম্বর আলিহাট ইউনিয়নে গত ২৭ নভেম্বর "ভালনারেবল উইমেন বেনিফিট" (ভিডাব্লিউবি) কর্মসূচির আওতায় ৬৬৯ জন দুস্থ নারীর মাঝে সরকারি চাল বিতরণ করা হয়েছে। 


আলিহাট ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান আল ইমরান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন চন্দ্র, সহকারী পরিদর্শক আযম প্রামানিক, ইউপি সচিব ওমর ফারুক, ইউপি সদস্য সানোয়ার হোসেন, মহিলা ইউপি সদস্য নিলুফা ইয়াসমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।  


উল্লেখযোগ্য যে, ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের দুস্থ নারী উপকারভোগীদের সহায়তা দেওয়া হয়। আলিহাট ইউনিয়নে চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসের চাল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ৬৬৯ জন নারীকে ৩০ কেজি করে চাল দেয়া হয়।  


প্যানেল চেয়ারম্যান আল ইমরান জানান, এ কর্মসূচির মাধ্যমে গরীব, অসহায় এবং দুস্থ নারীদের সহযোগিতা প্রদান করা হচ্ছে, যাতে তাদের জীবনযাত্রা কিছুটা উন্নত হয়। তিনি আরও বলেন, আগামী মাসে উপকারভোগীরা আরো এক মাসের চাল পাবেন। 


হাকিমপুর উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই কর্মসূচির মাধ্যমে গ্রামের নিম্ন আয়ের মহিলাদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  


এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এর মাধ্যমে তাদের পরিবারের জন্য কিছুটা স্বস্তি আসবে বলে আশাবাদী।