২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকুরীতে পুনর্বহাল এবং কারাবন্দী সদস্যদের মুক্তির দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কুড়িগ্রাম জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা, তাদের পরিবার ও স্থানীয় মানুষজন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিডিআর মুখপাত্র আব্দুল আখের, সাবেক হাবিলদার মোঃ নুরুজ্জামান, সিদ্দিকুর রহমান, সিপাহী সোহেল রানা, বিডিআর সদস্য তাজুল ইসলাম, আব্দুল জলিল প্রমুখ। তারা বলেন, "পিলখানা হত্যাকাণ্ডের পেছনে যে ষড়যন্ত্র ছিল তা স্পষ্ট, তবে বিডিআর সদস্যদের উপর অমানবিক দায় চাপানো হয়েছে। আমরা চাই, বর্তমান সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক বিচার নিশ্চিত করুক।"
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান, পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হোক এবং এতে জড়িত বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হোক। পাশাপাশি, হত্যাকাণ্ডে নিহত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদের মর্যাদা প্রদান ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়।
বিডিআর মুখপাত্র আব্দুল আখের বলেন, "বর্তমান সরকার জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়িত হোক। বিগত সরকারের আমলে যে বিচারহীনতা এবং অপপ্রচার হয়েছে, তার সুষ্ঠু সমাধান চাই আমরা।"
মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও বিডিআর সদস্যদের পুনর্বহাল ও মুক্তির দাবিতে আন্দোলনকারীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বদ্ধপরিকর। তারা বলেন, "যত দিন না আমাদের দাবি পূরণ হবে, তত দিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।"
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।