দেশে এখন চারিদিকে সংকট: সিপিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ২৭শে এপ্রিল ২০২৪ ০৭:৫৫ অপরাহ্ন
দেশে এখন চারিদিকে সংকট: সিপিবি সভাপতি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আমাদের দেশের  এখন এমন অবস্থা হয়েছে  চারদিকে সংকট। এমন সংকট সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়। সবকিছু যেনো  এখন লুটেরা–ধনী শ্রেণি নিয়ন্ত্রণ করছে। 


আজ শনিবার (২৭ এপ্রিল ) সকালে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সরাইল উপজেলা পঞ্চদশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরাইল উপজেলা  কমিউনিস্ট পার্টি এই সম্মেলনের আয়োজন করে।


মুজাহিদুল ইসলাম বলেন, দেশের টাকা পাচার করে  গরীবের টাকা লুট করে। তারা কানাডা আমেরিকা মালয়েশিয়াতে  বাড়িঘর বানাচ্ছেন। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন সংকটে। মানুষের প্রয়োজনীয় সবকিছুর দাম বাড়ছে। মানুষের প্রকৃত আয় কমছে। মানুষ দরিদ্র হচ্ছে।এ জন্য মানুষকে জাগাতে হবে। মুক্তিযুদ্ধের ধারায় দেশকে ফেরাতে না পারলে দেশ এগোবে না।


 (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম নির্বাচনের বিষয় বলতে গিয়ে তিনি বলেন, দেশেএখন ডামি নির্বাচন হয়। মন্ত্রী-এমপিগিরি এখন লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।কেউ কেউ শতকোটি টাকা ব্যয় করে  এমপি হন। 


সরাইল উপজেলা সিপিবি কমিটির সভাপতি কমরেড দেবদাস সিংহ রায়ের সভাপতিত্বে ও মো. শরিফ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য সিপিবি কমরেড মানবেন্দ্র দেব, জেলা সিপিবি কমিটির সভাপতি কমরেড এড. সৈয়দ মো. জামাল, মাহফুজা বেগম, সরাইল উপজেলা সিপিবি কমিটির সাধারণ সম্পাদক কমরেড মো.আক্তার হোসেন, সরাইল সিপিবি সম্মেলন  প্রস্তুতিকমিটির সভাপতি কমরেড মো. মোজাম্মেল পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।