সরাইলে বৃষ্টির জন্য নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ২৭শে এপ্রিল ২০২৪ ০৩:৪১ অপরাহ্ন
সরাইলে বৃষ্টির জন্য নামাজ আদায়

কয়েক দিন ধরে প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম,কুট্টাপাড়া বাঙ্গালপাড়া খেলার মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন এলাকাবাসী। শনিবার (২৭ এপ্রিল) সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম চত্বরে খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়।


বিশেষ এ নামাজে সরাইল সদরসহ বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লী অংশগ্রহণ করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের খতিব মাও. খালেদ সাইফুল্লাহ আল হুদা।এ বিষয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।