রেলপথে ভারত থেকে এলো চিটাগুড়

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: রবিবার ৮ই মে ২০২২ ০৭:১৫ অপরাহ্ন
রেলপথে ভারত থেকে এলো চিটাগুড়

দেশের বাজারে ব্যাপক চাহিদা থাকায় প্রায় এক মাস পর আবারও রেলপথ দিয়ে ভারত থেকে দ্বিতীয় চালান ২ হাজার ৫ টন চিটাগুড় এলো দিনাজপুরের হিলি স্থলবন্দরে।


জানাগেছে, ভারতের উত্তরপ্রদেশ থেকে চিটাগুড় বোঝাই ৪৯ টি ওয়াগন নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে গত বৃহস্পতিবার হিলি রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এসব চিটাগুড় আমদানি করছেন জয়পুরহাটের মেসার্স আনোয়ারুল হক নামের এক প্রতিষ্ঠান।


হিলি রেলওয়ে স্টেশনের কর্মকতা জানায়, চলতি বছরের ২৪ ই মার্চ চিটাগুড়ের প্রথম চালান হিলি রেলওয়ে স্টেশনে আসে। গত বৃহস্পতিবার সকালে দ্বিতীয় চালানে হিলি স্টেশনে ৪৯টি ওয়াগনে চিটাগুড় আসে। আমদানিকৃত চিটাগুড়ের পরিমাণ ২ হাজার ৫ টন যা থেকে রেল কতৃপক্ষ রাজস্ব পেয়েছে ১৭ লক্ষ ৭৫ হাজার টাকা।


আমদানিকারক প্রতিষ্ঠান এর প্রতিনিধি  জানান, দেশের বাজারে চিটাগুড় এর ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে বিভিন্ন ফিড কারখানাগুলোতে চিটাগুড়ের চাহিদা থাকায় ভারত থেকে এসব চিটাগুড় আমদানি করা হচ্ছে। আমদানিকৃত এসব চিটাগুড় দিয়ে তৈরি হচ্ছে গবাদিপশু, মুরগি ও মাছের খাদ্য।