মহামারির নতুন ঢেউ সামনে রেখে যুক্তরাষ্ট্রে তেলের মূল্য হঠাৎ করেই তিন ডলার পড়ে গেছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন ওমিক্রনের ব্যাপক প্রাদুর্ভাবের মধ্যে সোমবার (২০ ডিসেম্বর) এই দুঃসংবাদ এসেছে।-খবর রয়টার্স
এদিকে সংক্রমণ ঠেকাতে চলাচলে নতুন করে বিধিনিষেধ আরোপ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বেড়েছে। এতে জ্বালানির চাহিদা কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রেন্ট ক্রুড ফিউচারসের মূল্য দুই দশমিক ৭৯ ডলার বা তিন দশমিক সাত ডলার পড়ে গিয়ে হয়েছে সত্তর দশমিক ৭৩ ডলার। আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য তিন দশমিক ২৬ কিংবা চার দশমিক ছয় শতাংশ পড়ে গিয়ে হয়েছে ৬৭ দশমিক ৬০ শতাংশ।
ওএএনডিএ’র জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ক্রেইগ এরলাম বলেন, দেশগুলোতে যখন বিধিনিষেধ ও লকডাউন আরোপের চিন্তাভাবনা চলছে, তখন তেলের দাম আরেকটা ধাক্কা খেয়েছে। এতে বছরের প্রথম প্রান্তিকে অপরিশোধিত তেলের চাহিদা বাড়বে বলে কোনো আভাস দিচ্ছে না।
রোববার কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেদারল্যান্ডস। বেশ কয়েকটি ইউরোপীয় দেশে ক্রিসমাস ও নতুন বর্ষকে সামনে রেখে বিধিনিষেধ আরোপের কথাও ভাবা হচ্ছে।
আর মার্কিন নাগরিকদের বোস্টার ডোজ নিতে ও মাস্ক পরতে আহ্বান জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।