প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১৭:২৭
ভারত থেকে আমদানি বৃদ্ধি পাওয়ায় হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের দাম। আমদানি বাড়ায় কমেছে পেঁয়াজের দাম। ভারতের বিভিন্ন রাজ্যে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। সেই সঙ্গে সেখানকার স্থানীয় আড়তগুলোতে বেড়েছে পেঁয়াজের সরবরাহ।
এতে হিলি স্থলবন্দরে আসতে শুরু করেছে পেঁয়াজবোঝাই ট্রাক। ভারতীয় পেঁয়াজের আমদানি বৃদ্ধির ফলে বন্দরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দর কমেছে ৬ থেকে ৭ টাকা।
গত সপ্তাহে হিলির আড়তগুলোয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৩৭ টাকা দরে।এ দিকে কাঁচাপণ্য দ্রুত ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিয়েছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।