হিলিতে কমেছে কাঁচা মরিচের দাম

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ১১ই আগস্ট ২০২১ ০৬:১৪ অপরাহ্ন
হিলিতে কমেছে কাঁচা মরিচের দাম

দেশের বাজারে হঠাৎ করে কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে যায়। এমন অবস্থায় বাজার স্থিতিসীল রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির জন্য সরকার ইমপোর্ট পারমিট (আইপি) অনুমতি দেওয়ায় দেশের অন্য স্থলবন্দর দিয়ে মরিচ আমদানি হলেও দিনাজপুরের হিলি বন্দর দিয়ে বুধবার বিকেল চারটা পর্যন্ত কাঁচা মরিচ আমদানি হয়নি। 



তবে  ভারত থেকে আমদানির খবরে হিলি স্থলবন্দরের খুচরা ও পাইকারী বাজারে কাঁচা মরিচের ঝাঁঝ কমেছে। 



বুধবার (১১আগষ্ট) সরেজমিনে ঘুরে দেখা গেছে, মাত্র দুই দিনের ব্যবধানে কেজি প্রতি কমেছে ৪০টাকা। গত দুই দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হতো ১৬০ টাকায়, আজ সেই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১২০ টাকা।



দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হওয়ার কথা রয়েছে। বাজারে সরবরাহ বেশি ও আমদানির খবরে গত দুই দিন থেকে হিলির খুচরা ও পাইকারী বাজারে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। কম দামে কিনে কম দামে বিক্রি করছেন তারা।



কাঁচা মরিচ কিনতে আসা রফিকুল ইসলাম জানান, গত দুই দিন আগে কাঁচা মরিচ কিনলাম ১৬০ টাকা কেজি। সেই মরিচ ১২০ টাকা কেজি। দাম কেজি প্রতি ৪০ টাকা কমেছে। সেই জন্য একটু বেশি করে কিনলাম।



খাবার হোটেল ব্যবসায়ী মিজানুর রহমান জানান, কাঁচা মরিচের দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের হোটেল ব্যবসায়ীদের বিপাকে পড়তে হয়। গত দুই দিন থেকে অনেকটাই দাম কমেছে। তবে নিয়মিত বাজার মনিটরিং করা দরকার বলে মনে করেন তিনি। 



হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন জানান, দেশে হঠাৎ করে কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বেড়ে বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। এমন অবস্থায় দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা ভারত থেকে মরিচ আমদানি করার প্রস্তুতি নিয়েছি। 



ভারতে মরিচের দাম অনেকটা কম। এই মরিচ দেশের বাজারে আসলে দাম কমে আসবে। ইতোমধ্যে মরিচ আমদানির জন্য সরকার ইমপোর্ট পারমিট (আইপি) দেওয়ায় বিভিন্ন আমদানিকারক আইপি পেয়েছেন।