প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থীসহ পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোট গণনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর নির্বাচন কার্যক্রমে অস্থায়ীভাবে স্থবিরতা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস নির্বাচন কমিশন ভবনের ৩য় তলায় উঠার পরই করিডোরে সবার সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি জ্ঞান হারানোর সঙ্গে সঙ্গেই সহকর্মীরা তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। অপ্রত্যাশিত এ ঘটনায় হাসপাতালের পরিবেশও মুহূর্তের মধ্যে শোকাবহ হয়ে ওঠে।
চিকিৎসকরা জানিয়েছেন, কার্ডিয়াক অ্যাটাকের কারণে জ্ঞান হারানোর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই জান্নাতুল ফেরদৌসের মৃত্যু ঘটে। হৃদরোগজনিত এ মৃত্যু এত দ্রুত হওয়ায় উদ্ধারকারীদের আর কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ হয়নি।
জান্নাতুল ফেরদৌস জাকসু এবং প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালীন এ ধরনের আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এক বিবৃতিতে জান্নাতুল ফেরদৌসের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এদিকে শিক্ষার্থীরাও এ ঘটনার জন্য শোক জানিয়ে ক্যাম্পাসে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের উদ্যোগ নিয়েছে। তারা মনে করেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় পোলিং অফিসারের এ মৃত্যু বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দুঃখজনক একটি ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।