প্রকাশ: ২৪ মে ২০২৫, ১২:২
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে, যাত্রীদের ভোগান্তি কমাতে এবার সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে টিকিট সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ২৪ মে দেওয়া হচ্ছে আগামী ৩ জুনের ট্রেনের টিকিট, যা সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর জন্য এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর জন্য বিক্রি শুরু হয়েছে।
স্টেশনের কাউন্টারে এবার কোনো সাধারণ টিকিট বিক্রি হচ্ছে না, শতভাগ আসনের টিকিট অনলাইনে সরবরাহ করা হচ্ছে যেন দীর্ঘ লাইনের ভোগান্তি এবং কালোবাজারি রোধ করা যায়। তবে যারা স্পেশাল ট্রেনের টিকিট কিনতে চান, তাদের কাউন্টারের দ্বারস্থ হতে হবে, কারণ এসব টিকিট অনলাইনে মিলছে না।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষ্যে ৫টি রুটে ১০টি বিশেষ ট্রেন চালু করা হবে। এগুলোর কিছু ট্রেন চলবে ৪ জুন থেকে ৬ জুন পর্যন্ত এবং ঈদের পরে ৯ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। ঈদের দিনেও কয়েকটি ট্রেন চলাচল করবে, যেগুলোর টিকিট শুধুমাত্র স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
এবার মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন সারা দেশে চলাচল করবে এবং এসব ট্রেনে আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৩ হাজার ৩১৫টি। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে, যা স্টেশনের কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।
রেলওয়ে কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে টিকিট বিক্রি করছে। ৩১ মের টিকিট বিক্রি হয়েছে ২১ মে; ২ জুনের টিকিট ২৩ মে; ৩ জুনের টিকিট আজ ২৪ মে বিক্রি হচ্ছে; এরপর ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট ২৭ মে দেওয়া হবে।
প্রতিজন যাত্রী অনলাইনে সর্বোচ্চ ৪টি টিকিট একবারে সংগ্রহ করতে পারবেন। তবে টিকিট সংগ্রহের পরে তা ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকবে না, ফলে যাত্রার পরিকল্পনা নিশ্চিত করেই টিকিট কাটার পরামর্শ দিচ্ছে রেল কর্তৃপক্ষ।
এছাড়া অনলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে যাতে কোনো প্রযুক্তিগত সমস্যায় না পড়তে হয়, সে জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট ও অ্যাপের সার্ভার ক্ষমতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীরা রেলশিবির অথবা ‘রেলসেবা’ অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারছেন।