জয়পুরহাটে সিভিল সার্জনের ওএসডি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ৫ই মার্চ ২০২৫ ০৫:৩৪ অপরাহ্ন
জয়পুরহাটে সিভিল সার্জনের ওএসডি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে সিভিল সার্জন হিসেবে শেখ হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের দোসর ডাঃ স্বপন কুমার  বিশ্বাসের বদলির আদেশ বাতিল করে ডাঃ রুহুল আমিনের ওএসডি আদেশ প্রত্যাহার ও পুনঃবহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার দুপুরে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণসহ বিভিন্ন ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


এ সময় বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সংগঠক সাইফ হাসান রাফি, জয়পুরহাট জেনারেল হাসপাতালের অর্থপেডিক সার্জন ডাঃ সোহেল রানা, নার্সিং শিক্ষার্থী ইয়াসির আরাফাত, সাধারণ নাগরিক ইমরান হোসাইন প্রমুখ।