‘হ্যাপি ভিলেজ’ প্রকল্পে সুখী জাতির স্বপ্ন দেখছেন রেজোয়ানুল হাসান

নিজস্ব প্রতিবেদক
মোঃ নুর আলম উপজেলা প্রতিনিধি - গোপালপুর , টাঙ্গাইল
প্রকাশিত: শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪২ অপরাহ্ন
‘হ্যাপি ভিলেজ’ প্রকল্পে সুখী জাতির স্বপ্ন দেখছেন রেজোয়ানুল হাসান

টাঙ্গাইলের গোপালপুরের ন্যাশনাল ব্যাংক শাখায় অফিসার হিসেবে কর্মরত রেজোয়ানুল হাসান, একজন উদ্যমী গবেষক, যিনি গবেষণার মাধ্যমে সমাজের জটিল সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি তার অবসর সময়ে বিভিন্ন স্থানে ঘুরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে তার গবেষণাগুলোর প্রদর্শনী করেন। সম্প্রতি, ১৫ ফেব্রুয়ারি দুপুরে গোপালপুর গোহাটা সংলগ্ন এলাকায় একটি প্রদর্শনীর আয়োজন করেন তিনি।


রেজোয়ানুল হাসানের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্প হল ‘হ্যাপি ভিলেজ’। এই প্রকল্পে তিনি স্বপ্ন দেখেন একটি রাষ্ট্র যেখানে শতভাগ মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত হবে। তাঁর গবেষণায় আরও রয়েছে জিরো কার্বন নিঃসরণ প্রকল্প, ভূমিকম্প প্রতিরোধক বিল্ডিং, অগ্নি নির্বাপক বিল্ডিং ও অবকাঠামো নির্মাণ, যুদ্ধবিমান নিরাপদে ল্যান্ডিং প্রযুক্তি, গরিবদের জন্য ক্রেং এবং নিরাপদ জাহাজ ও উড়োজাহাজ তৈরির ধারণা।


একটি উল্লেখযোগ্য উদ্ভাবন হিসেবে তিনি দাবি করেছেন, তার তৈরি জিনিয়াস টেবিলের মাধ্যমে শিক্ষার্থীরা মহাবিশ্ব থেকে পৃথিবীর সব কিছুই প্র্যাকটিক্যালভাবে শিখতে পারবে। তাঁর গবেষণা কেবল প্রযুক্তিগত নয়, অর্থনীতি ও ব্যাংকিং সেক্টরেও রয়েছে। পদার্থবিজ্ঞান, ভূগোল, এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়েও তাঁর মৌলিক গবেষণা রয়েছে।


রেজোয়ানুল হাসান আরও জানান, পৃথিবী এবং মহাবিশ্ব সম্পর্কে তার চিন্তা-ভাবনা বিজ্ঞানী নিউটন ও আইনস্টাইনের গবেষণার বাইরে। তিনি প্রমাণ করেছেন যে পৃথিবী এবং মহাবিশ্ব দুটি আলাদা বিষয়, এবং এই মহাবিশ্বের জন্য তিনি একটি ইকুয়েশন তৈরি করেছেন যার নাম এলএফ=ই,এম,এনজি। তিনি নিকোলাস কোপার্নিকাস ও গ্রেগরি ক্যালেন্ডার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন গবেষণা প্রকল্প উদ্ভাবন করেছেন এবং অসংখ্য প্রশ্নের উত্তর দিয়েছেন।


গবেষণার জন্য তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চতুর্থ শিল্পবিপ্লব এবং গুণগত শিক্ষাকে। তার দাবি, সামান্য সুযোগ পেলে বাংলাদেশকে দ্রুত উন্নত বিশ্বের দেশে পরিণত করার সক্ষমতা রাখেন। এ জন্য তিনি সবার কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।


রেজোয়ানুল হাসান নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সাখুয়া ইন্দ্রপুর গ্রামের মৃত মোঃ আব্দুল গফুর তালুকদারের ছেলে। তিনি ৬ ভাই-বোনের মধ্যে সর্বকনিষ্ঠ।