নির্বাচনে অংশ নেবে কি না, সিদ্ধান্ত আওয়ামী লীগের-প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই মার্চ ২০২৫ ১২:০৭ অপরাহ্ন
নির্বাচনে অংশ নেবে কি না, সিদ্ধান্ত আওয়ামী লীগের-প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, সে সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনে কারা অংশ নেবে তা ঠিক করার দায়িত্ব নির্বাচন কমিশনের, সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না।  


বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে, নির্বাচন আয়োজনের সময় নির্ভর করবে কাঙ্ক্ষিত সংস্কার কত দ্রুত করা যায় তার ওপর।  


তিনি বলেন, আমাদের লক্ষ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। এজন্য বিভিন্ন সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে হবে। সংস্কার দ্রুত সম্পন্ন হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে, আর বেশি সময় লাগলে তা কয়েক মাস পিছিয়ে যেতে পারে।  


গত বছর ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয় এবং তিনি ভারতে আশ্রয় নেন। এরপর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ক্ষমতা গ্রহণের পর থেকে সরকার আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছে বলে জানান তিনি।  


এদিকে, আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি উঠলেও এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট নয়। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং দলটির নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে।  


ঢাকার সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, পরিস্থিতি এখনো স্থিতিশীল হয়নি। তবে ড. ইউনূস মনে করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্ববর্তী সময়ের তুলনায় উন্নত হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  


এছাড়া, শেখ হাসিনার রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর সহিংসতার অভিযোগ উঠলেও ড. ইউনূস বলেন, দেশে আদালত ও আইন রয়েছে, ভুক্তভোগীদের সেখানেই অভিযোগ জানানো উচিত। শুধু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে অভিযোগ করলেই সমাধান হবে না।  


এদিকে, যুক্তরাষ্ট্র তাদের বৈদেশিক সাহায্য কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা বাংলাদেশের ওপর কী প্রভাব ফেলবে জানতে চাইলে ড. ইউনূস বলেন, এটা তাদের সিদ্ধান্ত, যা দুর্নীতির বিরুদ্ধে লড়াইসহ বিভিন্ন সংস্কারের উদ্যোগে সহায়ক হতে পারে। তিনি আশ্বস্ত করেন, সরকার যেকোনো আর্থিক ঘাটতি পূরণে কার্যকর পদক্ষেপ নেবে।