কিয়ামতের দিন প্রতিটি মানুষের জীবনের হিসাব নেওয়া হবে, এবং এই হিসাবের ওপর নির্ভর করবে তার পরকাল। আল্লাহ তাআলা কোরানে বলেছেন, “তোমরা যা কিছু করো, আল্লাহ তা জানেন” (সূরা আল-হাদিদ, আয়াত ১৮)। এই দিনে প্রতিটি মানুষের সামনে তার আমলনামা উপস্থিত হবে, যা তার কর্মফল নির্ধারণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর না দিলে কোনো ব্যক্তি আল্লাহর সামনে এগোতে পারবে না। এই প্রশ্নগুলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে, যা আমাদের পরকালের নিরাপত্তা নির্ধারণ করবে।
প্রথম প্রশ্ন হবে, জীবন কোথায় নিঃশেষ করেছ? আমাদের জীবনের মূল্যবান সময় কোথায় ব্যয় করা হয়েছে, তা আল্লাহ জানতে চাইবেন। সময়ের সঠিক ব্যবহার কি হয়েছে, নাকি তা শুধু ব্যর্থতার দিকে গড়িয়েছে? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করতে হবে এবং সময়কে সঠিক কাজে লাগাতে হবে। দ্বিতীয় প্রশ্ন হবে, যৌবন কোথায় ব্যয় করেছো? যৌবন জীবনের সবচেয়ে শক্তিশালী সময়। এই সময়টি আল্লাহর রাস্তায় ব্যয় করা হয়েছে কিনা, তা জানতে চাইবেন আল্লাহ। তৃতীয় প্রশ্ন হবে, সম্পদ কোথায় ব্যয় করেছ? আমাদের উপার্জিত সম্পদ আল্লাহর পথে ব্যয় করা হয়েছে কিনা, নাকি শুধু নিজের শখ পূরণে ব্যবহৃত হয়েছে, তা জানতে চাইবেন আল্লাহ।
চতুর্থ প্রশ্ন হবে, যা জেনেছ, তার কতটা আমল করেছো? আমরা যে জ্ঞান অর্জন করেছি, তা কতটা কাজে লাগিয়েছি, তা জানতে চাইবেন আল্লাহ। পঞ্চম প্রশ্ন হবে, আল্লাহর আদেশ কতটুকু পালন করেছেন? আমরা কি আল্লাহর আদেশ মেনে চলেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণ করেছি? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের পরকালকে নিরাপদ রাখার চাবিকাঠি হতে পারে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তার বান্দার সাথে সরাসরি কথা বলবেন। কোনো অনুবাদক বা পর্দা থাকবে না, এবং মানুষ তার আমলনামা হাতে নিয়ে তার সব কাজের হিসাব করবে। আল্লাহ বলেন, "তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা যা কিছু করো আল্লাহ তা জানেন" (সূরা আল-হাদিদ, আয়াত ১৮)। মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জীবনের প্রতি মুহূর্তের খবর রাখেন, এবং তাঁর অজ্ঞাতে পৃথিবীর কোনো কিছু ঘটে না। তাঁর কাছে জীবনের সমস্ত কর্মকাণ্ড স্বচ্ছভাবে রেকর্ড করা থাকবে। কিয়ামতের দিন তিনি আমাদের আমলনামা হাতে নিয়ে আমাদের কাছে এর হিসাব চাইবেন।
প্রতিটি প্রশ্নের উত্তর আমাদের সৎ, ন্যায়পরায়ণ ও আল্লাহর বিধান মেনে চলার মাধ্যমে প্রস্তুত করতে হবে। কিয়ামতের দিন যখন আল্লাহ আমাদের আমলনামা হাতে নিয়ে আমাদের কাজের হিসাব নেবেন, তখন সঠিক উত্তরই আমাদের পরকাল রক্ষা করবে। তাই, আমাদের উচিত জীবন শুরু করার আগেই এই পাঁচটি প্রশ্নের উত্তর প্রস্তুত করা এবং তার ভিত্তিতে আমাদের কাজের পথ নির্ধারণ করা। লেখক : বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট, হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাহেব। সাবেক ইমাম ও খতিব কদমতলী মাজার জামে মসজিদ সিলেট।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।