বিশ্ববিখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ রাহাত ফতেহ আলি খানের চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভোল্যুশন’ আগামী ২১ ডিসেম্বর ঢাকা শহরের আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বিশেষ সুবিধা ঘোষণা করেছে। কনসার্টের দিন, ২১ ডিসেম্বর, দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এয়ারপোর্ট, কুড়িল এবং বনানী র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে টোল ফ্রি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আয়োজকরা। তাঁরা জানান, কনসার্টে আসা দর্শকদের সুবিধার্থে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে বিনামূল্যে।
উস্তাদ রাহাত ফতেহ আলি খানের এই চ্যারিটি কনসার্টটি একটি বিশেষ উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে। এতে আয় করা সমস্ত অর্থ শহীদ ও আহতদের পরিবারকে সাহায্য করার জন্য ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। এই সংগীত আয়োজনটি আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অব জুলাই’, যা চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে অনুষ্ঠিত হচ্ছে।
কনসার্টে বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের পারফরম্যান্স থাকছে। বিশ্বের খ্যাতনামা সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান নিজে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এছাড়াও জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, সিলসিলার শিল্পীরা মঞ্চে আসবেন। এ ছাড়া র্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানও পারফর্ম করবেন। কনসার্টে শুধু সংগীতই নয়, থাকবে গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক, মুগ্ধ ওয়াটার জোনসহ নানা ধরনের কার্যক্রম।
এছাড়া, কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে ৯ ডিসেম্বর থেকে। তিনটি ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে। ‘ভিআইপি’ টিকিটের মূল্য ১০ হাজার টাকা, ‘ফ্রন্ট রো’ টিকিট ৪ হাজার ৫০০ টাকা এবং ‘জেনারেল’ টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। টিকিট বিক্রির প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে চলছে এবং টিকিট কিনতে দর্শকদের ‘https://getsetrock.com/’ ওয়েবসাইটে যেতে হবে।
প্রাইম ব্যাংক পিএলসি কনসার্টটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে। অনুষ্ঠানটির উদ্দেশ্য শুধু সংগীত নয়, শহীদদের স্মৃতিতে একত্রিত হওয়া ও সহানুভূতি প্রকাশ করা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।